কে যেন ঘুর ঘুর করে (১)
কে যেন ঘুর ঘুর করে (১)
মুরারি সিংহ
ইদানীং মাঝে মাঝে মনটা কেমন উচাটন হয়ে উঠছে। কতদিন বন্ধুদের সঙ্গে আড্ডা
দিইনি, গল্প করিনি, এটা-ওটা নিয়ে তর্কে মেতে উঠিনি। মনে হচ্ছে, ওঃ! সে-সব দিন যেন
গতজন্মের কথা। ইতিহাসে পড়েছি, স্বদেশী-যুগে ব্রিটিশ সেনারা নেতাজিকে গৃহবন্দি করে
রেখেছিল। এখন কোনো সেনা নয় এক অদৃশ্য ভাইরাস, আমার নাতির কথায় এক বেবি-ইন্সেক্ট-এর
ঠ্যালায় আমরা সকলেই এখন ঘরবন্দি। বিশেষ দরকারে বাইরে বেরোনো যাবে, তবে তার অনেক বিধি-নিষেধ।
মুখে মাস্ক পড়ো, অন্যের থেকে নিজেকে দূরে দূরে রাখো, কিছু জিনিস ছুঁলে হাতে স্যানিটাইজার
লাগাও, তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি ফিরে পোশাক-আশাক ছেড়ে সাবান দিয়ে ভালো করে হাত-মুখ
ধোও, চান করো, ইত্যাদি ইত্যাদি। দূর্র্… এসব করতে আর কার ভালো লাগে, তার চেয়ে
বাবা বাইরে বেরোবো না। ব্যাস! মিটে গেল ঝামেলা।
কিন্তু ঝামেলা কি আর মেটে। সারাক্ষণ ঘরে বসে বসে করবটাই বা কী? কাজের মধ্যে খাওয়া দাওয়া ঘুম, দেয়ালের দিকে তাকিয়ে থাকা, তারপর হয় টিভি দেখো, নাহলে মোবাইল ঘাঁটো। টিভিতেই আর কী দেখবে, রিমোট টিপলেই সেই একই খবর বারবার, সেই একই কাটমানি, চুরি, দুর্নীতি, ভূয়ো ভ্যাকসিন, ভূয়ো অফিসার, কে কাকে কত গালাগালি করল, কে কার বউ বা বরের সঙ্গে কতটা ফস্টিনস্টি করল, আরো কত কেচ্ছা-কেলেঙ্কারি এইসব নিয়েই যত তর্ক-বিতর্ক, আলোচনা, গলাবাজি, লাইভ প্রোগ্রাম; তারই মাঝে হয়ত বরাভয় মুদ্রায় ডিজিট্যাল ইন্ডিয়ার ডিজিট্যাল অবতারের আবির্ভাব, এই করেছি-ওই করেছি, আমি যা করেছি তা আগে কেউ কখনো করেনি, ইত্যাদি ইত্যাদি। এদিকে জ্বালানি-তেল রান্নার-গ্যাস দৈনন্দিন প্রয়োজনের নানা জিনিসের দাম দিনে দিনে আকাশ ছুঁতে চাইছে, তা হোক, তবু দেশ এখন আত্মনির্ভর, দেশের শত্রুরা ভীত-সন্ত্রস্ত, দেশদ্রোহীরা সাবধান। এত ভাঁওতা, এত তামাশা, আর কাঁহাতক সহ্য করা যায়! অতএব টিভিও অফ। বাকি রইল বন্ধুদের একে ওকে ফোন করে খোঁজ-খবর নেওয়া, একটু গল্প করা, তাতেও ভয়, কে জানে, এই অতিমারীর বাজারে তারাই বা কে কেমন আছে।
মাঝে মাঝে পুরোনো বই, পত্র-পত্রিকা ঘাঁটাঘাঁটি করি, নেট সার্ফ করি, কিন্তু সে আর কত কতক্ষণ, তারপর সে-সব কিছুতেও যেন কেমন একটা ভাল্লাগে-না ভাব। কোথা থেকে যেন এক অপরিসীম ক্লান্তি,
এক পাহাড়-প্রমাণ আলস্য এসে দেহ-মন গ্রাস করতে চায়। সবকিছু ছেড়েছুড়ে বিমূঢ় হয়ে শুয়ে
থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ি।
ঘুমের মধ্যে আবার নানা রকম স্বপ্ন এসে ভিড় করে। মনে হয় একজন অফিসের
সামনের টেবিলে এসে বসেছে, বলছে-স্যার, আজকাল মাথার মধ্যে কী যেন ঘুর ঘুর করে, আমকে
অতিষ্ট করে তোলে, কিছুই বুঝতে পারি না। কী করি বলুন তো স্যার?
মন্তব্যসমূহ